পোস্ট সামারীঃ

  • নরমাল ডেলিভারির কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ?
  • সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ?
  • সাইড কাটার কতদিন পর হতে স্বামী স্ত্রী সহবাস করা যায় ?
  • সিজারে বাচ্চা হওয়ার কত দিন হতে স্বামী স্ত্রী  পর সহবাস করা যায়  ?
  • বাচ্চা হওয়ার কতদিন পর মাসিক হয় ?
  • সন্তান জন্মের পর কাজকর্ম ও বিশ্রাম করার উপায় ?

infertilityorg

infertility & Health tips এর আপডেট তথ্য পেতে google news” অনুসরণ করুন

নরমাল ডেলিভারির কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ? সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ?

  • সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীর মেলামেশা
  • সন্তান জন্মের পর স্ত্রীর মেলামেশার প্রতি আগ্রহ কমে যেতে পারে । এ কম আগ্রহ বেশির ভাগ ক্ষেত্রেই স্থায়ী নয় । দেখা যায় সে সময়ের সাথে সাথে এই আগ্রহ অনেকটাই ফিরে আসে। স্ত্রীর মাসিকের রাস্তায় সেলাই দেওয়া হলে তা শুকানোর পূর্বে মেলামেশা করলে বেশ ব্যথা হয়।

আরও জানুনঃ নরমাল ডেলিভারি হওয়ার লক্ষণ কি কি ? প্রসব ব্যথা বা ডেলিভারির ব্যথা কেমন হয় এবং শুরু হওয়ার লক্ষণ সমূহ ?

নরমাল ডেলিভারির কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ?

নরমাল ডেলিভারির ক্ষেত্রে সন্তান জন্মের ছয় সপ্তাহ পরে স্ত্রী অনেকটা সুস্থ হয়ে ওঠেন । তখন থেকে স্বামী- স্ত্রী মিলনে সাধারণত কোন অসুবিধা হয় না । যে সব মা সন্তানকে বুকের দুধ দিয়ে থাকেন তারা মেলামেশার সময় ব্যথা অনুভব করতে পারেন। মাসিকের রাস্তায় সিক্রেশন বা রসের অভাবে এ সমস্যা হয়ে থাকে ।

সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ?

সন্তান জন্মের ছয় সপ্তাহ পরে স্ত্রী অনেকটা সুস্থ হয়ে ওঠেন । সিজারের ক্ষেত্রে :

  • পেটের কাটার শুকানোর অবস্থার দিকে লক্ষ্যে রাখতে হবে।
  • শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থার দিকে লক্ষ্যে রাখতে হবে।

এ ধরনের অসুবিধা দেখা দিলে Aquagel বা K-Y Jelly নামক জেলী মেলামেশার সময় ব্যবহার করা যেতে পারে ।

আরও জানুনঃ গর্ভাবস্থায় রক্তের চাপ বেড়ে যাওয়া এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হলে কি হয় ? গর্ভাবস্থায় প্রেসার লো হলে করণীয় ?

সাইড কাটার কতদিন পর হতে স্বামী স্ত্রী সহবাস করা যায় ?

সাইড কাটার নরমাল ডেলিভারী হওয়ার ৫ থেকে ৬ সপ্তাহ পর থেকে সহবাস করা যায়। তবে সবকিছুই নির্ভর করে মায়ের শারীরিক অবস্থার উপর।

বাচ্চা হওয়ার কতদিন পর মাসিক হয় ?

বাচ্চা হওয়ার ৬ সপ্তাহ পর হতে নরমাল পর মাসিক শুরু হয়।

বাচ্চা হওয়ার পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ?

সন্তান জম্মের ২১ দিন পর হতে একজন নারীর ডিম্বানু ফোটা শুরু হয়। কিন্তু ডাক্তারগণ যেহেতু ছয় সপ্তাহ মেলামেশা বন্ধ রাখতে বলে সেহেতু ৪০ দিন পর হতে একটা জম্মনিয়ন্ত্রয়ণ পদ্ধতি অবশ্যই গ্রহণ করতে হবে।

আরও জানুনঃ সর্বজনীন পেনশন ব্যবস্থা কি ? কত প্রকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে ? সর্বজনীন পেনশন কবে চালু হবে ?

সন্তান জন্মের পর কাজকর্ম ও বিশ্রাম করার উপায় ?

সন্তান জন্মের পর কাজকর্ম ও বিশ্রাম

সন্তান জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব নড়াচড়া প্রয়োজন । স্বাভাবিক প্রসব হলে অল্প সময় পরেই মা হাঁটাচলা করতে পারেন। এমনকি সিজারিয়ান ডেলিভারি হলেও এক/দুই ঘণ্টা পরে মা নিজের বিছানায় নড়াচড়া করতে পারেন এবং ক্যাথেটার ও স্যালাইন খুলে দেওয়ার সাথে সাথে বিছানা থেকে নেমে হাঁটতে পারেন । স্বাভাবিক প্রসব হলে ২/৩ দিনের মধ্যে মা স্বাভাবিক কাজকর্মে প্রবেশ করতে পারেন এবং ছয় সপ্তাহ পরে শুধু ভারি জিনিস উঠানামা করা ছাড়া সব কাজকর্মই করতে পারবেন । তিন মাস পর একজন মা সব ধরনের কাজই করতে পারবেন ।

আরও জানুনঃ গর্ভাবস্থায় যে সব ভিটামিন খাওয়া যাবে না এবং কোন ভিটামিন খাওয়া যাবে ?

আমাদের দেশে একটা ভয় অনেকের মধ্যে কাজ করে তা হলো, কাজ করলে ঘা শুকাতে দেরি হয় বা সেলাই খুলে যেতে পারে । তাদের জন্য জানাচ্ছি যে, কাজ বা হাঁটাচলা যা আপনি বিনাকষ্টে করতে পারেন তা ঘা শুকাতে কোনো সমস্যার সৃষ্টি করে না। আর কোন অপারেশান হয়ে যাওয়ার পর একবার যদি ঘা শুকিয়ে যায়, তবে তা আর খুলে যায় না

রিলেটেড ট্যাগঃ নরমাল ডেলিভারির কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ? সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর হতে স্বামী স্ত্রী  সহবাস করা যায় ? সাইড কাটার কতদিন পর হতে স্বামী স্ত্রী সহবাস করা যায় ? সিজারে বাচ্চা হওয়ার কত দিন হতে স্বামী স্ত্রী  পর সহবাস করা যায়  ? বাচ্চা হওয়ার কতদিন পর মাসিক হয় ?

ডিসক্লেইমার: এখানে উপরোক্ত হেলথটিপস এবং পরামর্শগুলি অনুসরণ করার পূর্বে , ডাক্তারের সাথে পরামর্শ করে নিন।